যদি কোন ব্যক্তি স্রোতের অনুকূলে ৬ কি.মি/ঘন্টা বেগে এবং প্রতিকূলে ২ কি.মি/ঘন্টা বেগে সাঁতরাতে পারে, তবে স্থীর পানিতে তার  বেগ কি.মি/ঘন্টা হবে?

A

B

C

D ৩ 

E

Solution

Correct Answer: Option A

ধরি, স্থির পানিতে ঐ ব্যক্তির বেগ x কি.মি/ঘন্টা
এবং, স্রোতের বেগ y কি.মি/ঘন্টা

তাহলে, স্রোতের অনুকূলে বেগ = (x + y) কি.মি/ঘন্টা 
এবং, স্রোতের প্রতিকূলে বেগ = (x - y) কি.মি/ঘন্টা।

প্রশ্ন অনুযায়ী,
(x + y) = 6  .......(i)

এবং (x - y) = 2  ........(ii)

(i)+(ii)⇒ 2x = 8
⇒ x = 4

সুতরাং, স্থির পানিতে ঐ ব্যক্তির বেগ  4 কি.মি/ঘন্টা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions