একটি সরলরেখার ঢাল যদি -2 হয়, তবে সমীকরণটি হবে-

A y = -2x + c

B y + 3x = 0

C y - 2x= 0

D y = 2x + c

Solution

Correct Answer: Option A

সরলরেখার সাধারণ সমীকরণ, y = mn + c [যেখানে m ঢাল]
∴ -2 ঢালবিশিষ্ট সমীকরণ : y = (-2)x + c
    ⇒ y = -2x + c

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions