‘সুধাকর দল’ কিসের সূত্রপাত করেন?
A বাংলা সাহিত্যে ইসলামি ধারা
B বাংলা সাহিত্যে ইংরেজি ধারা
C বাংলা সাহিত্যে ফারসি ধারা
D বাংলা সাহিত্যে অনুবাদ ধারা
Solution
Correct Answer: Option A
- বঙ্কিমচন্দ্র প্রমুখ হিন্দু বুদ্ধিজীবীরা মুসলমানদের বিরুদ্ধে যেসব লেখা লিখতেন, সুধাকর পত্রিকায় তার প্রতিবাদ করা হতো। এতে ধর্ম, ইতিহাস, ঐতিহ্য, সমাজ প্রভৃতি বিষয়ক রচনার পাশাপাশি মৌলিক সাহিত্যকর্মও প্রকাশ করা হত। সুধাকর পত্রিকাকে কেন্দ্র করে মুসলমান লেখকদের একটি দল গড়ে ওঠে, যা সুধাকর দল নামে পরিচিত।