রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে ?

A ভিটামিন -এ

B ভিটামিন -সি

C ভিটামিন - ডি

D ভিটামিন -বি

Solution

Correct Answer: Option A

- রাতকানা (Night blindness) মূলত ভিটামিন-এ-এর অভাবে হয়।
- ভিটামিন-এ চোখের রেটিনার স্বাস্থ্য রক্ষা করে এবং রাতের অন্ধকারে দেখার ক্ষমতা বজায় রাখে।

ভিটামিন-এ সমৃদ্ধ খাবার:
- লালশাক, কচুশাক, পুইশাক, পাটশাক, কলমিশাক, ডাটাশাক
- গাজর, মিষ্টি কুমড়া ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions