m এর মান কত হলে 4x- mx + 9 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

A ১৬

B ১২

C ১০

D

Solution

Correct Answer: Option B

প্রদত্ত রাশিটি পূর্ণ বর্গ হলে এর মূলদ্বয়ের মান সমান এবং নিশ্চায়কের মান শূন্য হবে, 
অর্থাৎ, b2 -4ac = 0 হবে 
⇒ m2 - 4.4.9 = 0
⇒ m2 - 144 = 0 
⇒ m2 = 144 
⇒ m2 = 122
⇒ m = 12

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions