ঈশ্বরচন্দ্র রচিত 'ব্যাকরণ কৌমুদী' কয় খন্ডে লেখা? 

A দুই খন্ডে

B তিন খন্ডে

C চার খন্ডে

D পাঁচ খন্ডে 

Solution

Correct Answer: Option C

- বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর । তার রচিত ব্যাকরণ গ্রন্থ 'ব্যাকরণ কৌমুদী' ।
- সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা ও (১৮৫১) বর্ণপরিচয়ের মতো অভিনব— এর আগে বাংলা ভাষায় কোনো সংস্কৃত ব্যাকরণ ছিল না। চার খন্ডে লেখা ব্যাকরণ-কৌমুদীও (১৮৫৩-৬৩) তাঁর ব্যাকরণ রচনার ক্ষেত্রে ঐতিহাসিক অবদান।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions