’কমলাক্ষ’ - এর সঠিক ব্যাসবাক্য-
A কমল অক্ষির ন্যায়
B কমল অক্ষের ন্যায়
C কমলের ন্যায় অক্ষি যার
D কমল অক্ষ যার
Solution
Correct Answer: Option C
• কমলের ন্যায় অক্ষি যার: কমলাক্ষ
• মীনের অক্ষির ন্যায় অক্ষি যার: মীনাক্ষী
• মৃগের নয়নের ন্যায় নয়ন যার: মৃগনয়ন
• চিরুনির দাঁতের ন্যায় দাঁত যার: চিরুনদাঁতী ইত্যাদি।