Solution
Correct Answer: Option C
- শ্রী চৈতন্যদেবের জীবনীগ্রন্থ হলাে বৃন্দাবন দাস রচিত ‘চৈতন্য-ভাগবত'।
- এটি বাংলা ভাষায় রচিত চৈতন্যদেবের প্রথম জীবনীগ্রন্থ এবং বাংলা সাহিত্যের প্রথম জীবনীগ্রন্থ।
- নিত্যনন্দ প্রভুর উৎসাহে চৈতন্যদেবের মৃত্যুর (১৫৩৩ খ্রি.) পনের বছরের মধ্যেই গ্রন্থটি রচিত বলে পণ্ডিতগণ মনে করেন।
- চৈতন্যদেবের জীবিত অনুচরদের মুখ থেকে তথ্য বৃত্তান্ত সংগ্রহ করে এই জীবনী রচিত হয়েছিলাে বলে গ্রন্থটি প্রামাণিক।
- বাংলায় চৈতন্যদেবের দ্বিতীয় জীবনীগ্রন্থের নাম লােচন দাসের 'চৈতন্য-মঙ্গল’।
- বাংলা ভাষায় অদ্বিতীয় ও সর্বাপেক্ষা তথ্যবহুল চৈতন্যজীবনী হলো কৃষ্ণদাস কবিরাজের 'চৈতন্য-চরিতামৃত'।