নিচের কোনটি মূলদ সংখ্যা?
Correct Answer: Option B
∛125 = ∛53 = 5
আমরা জানি, অসীম অনাবৃত দশমিক সংখ্যা ব্যতীত সব সংখ্যাই মূলদ সংখ্যা । এদেরকে p/q আকারে প্রকাশ করা যায় যেখানে q > 0 এবং q =/ 1 এবং p, q পূর্ণসংখ্যা।
বাকি তিনটি অপশনের সংখ্যাগুলো অসীম অনাবৃত দশমিক সংখ্যা ।
সুতরাং সঠিক উত্তর ∛125
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions