A = {4, 8, 12, 16, 20} সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে নিচের কোনটি হবে?
A A = {x : x, 4 এর গুণিতক এবং x ≥ 20}
B A = {x : x, 4 এর গুণিতক এবং x ≤ 20}
C A = {x : x, 8 এর গুণিতক এবং x ≤ 25}
D A = {x : x, 8 এর গুণিতক এবং x ≤ 20}
Solution
Correct Answer: Option B
বস্তু জগতের বা চিন্তাজগতের বস্তু বা ধারণার যে কোন সুনির্ধারিত তালিকা, সংগ্রহ বা শ্রেণিকে সেট বলে।
সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়।
যথা:
(১) তালিকা পদ্ধতি এবং
(২)সেট গঠন পদ্ধতি
A = {4, 8, 12, 16, 20}
A সেটের উপাদান গুলো হলো 4, 8, 12, 16, 20
যা 20 এর সমান বা 20 থেকে ছোট 4 এর গুণিতক।
∴ A সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে হবে A = {x : x, 4 এর গুণিতক এবং x ≤ 20}