A = {x ∈ N : x হলো ফিবোনাক্কি সংখ্যা এবং x2 < 25}, P(A) এর উপাদান সংখ্যা কত?
 

A ৮   

B ১৬  

C ৩২    

D ৬৪ 

Solution

Correct Answer: Option A

ফিবোনাক্কি সংখ্যাগুলো হল 0, 1, 2, 3, 5, 8, 13,…..

এখানে, x2 < 25 এবং x স্বাভাবিক সংখ্যা।

তাই, প্রদত্তশর্তে 1, 2 , 3, 4 সংখ্যাগুলো নেওয়া সম্ভব।
কিন্তু যেহেতু x ফিবোনাক্কি সংখ্যা, সেহেতু 4 গ্রহণযোগ্য হবে না।

∴ 1 , 2, 3  হবে A সেটের সদস্য, A = {1, 2, 3}

∴ P(A) এর উপাদান সংখ্যা = 23 = 8

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions