সমুদ্র সমতল থেকে উচ্চতায় সবচেয়ে নিচু দেশ-

A বাংলাদেশ

B ভুটান

C মালদ্বীপ

D চীন

Solution

Correct Answer: Option C

- সমুদ্র সমতল থেকে উচ্চতায় সবচেয়ে নিচু দেশ হল মালদ্বীপ।

- মালদ্বীপের গড় উচ্চতা সমুদ্র সমতল থেকে মাত্র ১.৩ মিটার (৪.৩ ফুট)।

- মালদ্বীপের সর্বোচ্চ উচ্চতাও মাত্র ৭.৪ মিটার (২৪.৩ ফুট)।

- মালদ্বীপ ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ রাষ্ট্র।

- এই দেশটি ১,১৯২টি প্রবাল প্রাচীর দ্বীপ দ্বারা গঠিত, যার মধ্যে মাত্র ২৫০টিতে জনবসতি রয়েছে।

- মালদ্বীপের অর্থনীতি পর্যটন এবং মৎস্যসম্পদের উপর নির্ভরশীল।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions