একটি শ্রেণিতে ৭৫% গণিতে এবং ৮০% বাংলায় পাস করে। উভয় বিষয়ে ১৫% শিক্ষার্থী ফেল করে। উভয় বিষয়ে পাস করে কত শতাংশ?
Solution
Correct Answer: Option B
শুধু গণিতে ফেল করে = ১০০% - ৭৫% - ১৫% = ১০%
শুধু বাংলায় ফেল করে = ১০০% - ৮০% - ১৫% = ৫%
মোট ফেল করে = ১৫% + ১০% + ৫% = ৩০%
∴ উভয় বিষয়ে পাস করে = ১০০% - ৩০% = ৭০%