বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদগুলো হলো-
A ২৪ থেকে ৪২
B ২৫ থেকে ৪৩
C ২৬ থেকে ৪৭
D ২৭ থেকে ৪8
Solution
Correct Answer: Option C
সংবিধানের তৃতীয়(২৬-৪৭) ভাগের অনুচ্ছেদগুলোর মধ্যে ২৭ থেকে ৪৪ অনুচ্ছেদ পর্যন্ত মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ মৌলিক অধিকারের অনুচ্ছেদ ১৮টি।