এনার্জি  সেভিং বাল্বের ব্যবহারের ফলে কোনটি হয়?

A খরচ বৃদ্ধি হয়

B খরচ সাশ্রয় হয়

C শক্তির ব্যবহার বেড়ে যায়

D শক্তি অপচয় হয়

Solution

Correct Answer: Option B

- এনার্জি বাল্ব বিদ্যুৎ সাশ্রয় করে কারণ এতে বিদ্যুতের অপচয় হয় না।
- সাধারণ লাল বাল্ব গুলো আলোর পাশাপাশি প্রচুর পরিমান তাপ সৃষ্টি করে এতে বিদ্যুতের প্রচুর অপচয় হয়। কিন্তু এনার্জি বাল্ব গুলো কম তাপ সৃষ্টি করে এবং শুধু আলো দিয়ে থাকে।
- ফলে তাপ সৃষ্টির জন্য অতিরিক্ত বিদ্যুৎ প্রয়োজন হয় না।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions