৪ : ৫, ৫ : ৭, ৭ : ৮ অনুপাত গুলোর মিশ্র অনুপাত কত?
 

A ১ : ৩  

B ১ : ৪  

C ১ : ২    

D ১ : ৬ 

Solution

Correct Answer: Option C

দেয়া আছে,
অনুপাতগুলো = ৪ : ৫, ৫ : ৭ এবং ৭ : ৮  

অনুপাত তিনটির পূর্ব রাশিগুলোর গুণফল = ৪ × ৫ × ৭  = ১৪০
অনুপাত তিনটির উত্তর রাশিগুলোর গুণফল = ৮ × ৫ × ৭ = ২৮০

নির্ণেয় মিশ্র অনুপাত = ১৪০ : ২৮০
                          = ১ : ২

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions