রাজা রামমোহন রায় কোন সংবাদপত্রের সম্পাদক ছিলেন?
Solution
Correct Answer: Option B
- রাজা রামমোহন রায় আঠারোশ একুশে 'সংবাদ কৌমুদী' নামে একটি পত্রিকা বের করেন।
- এর একবছর পর রামমোহন ফারসি ভাষায়ও একটি পত্রিকা প্রকাশ করেন যার নাম ছিল -মিরাত-উল-আকবর।
- কৃষ্ণ ধর বলেছেন: ''ভারতে সংবাদপত্রের স্বাধীনতার জন্য প্রথম যে কণ্ঠস্বর, সেটি ছিল রাজা রামমোহন রায়ের।"
- 'সংবাদ কৌমুদী' ছিল বাঙালি সম্পাদিত ও বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্র।