কোন সাহিত্যিককে বাল্যকালে 'নজর আলী' নামে ডাকা হতো?

A জসীমউদ্দীন

B কাজী নজরুল ইসলাম

C আখতারুজ্জামান ইলিয়াস

D আল মাহমুদ

Solution

Correct Answer: Option B

কাজী নজরুল ইসলাম ২৪ মে, ১৮৯৯ সালে (বাংলা- ১১ই জ্যৈষ্ঠ, ১৩০৬) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

- তাঁর পিতা কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন। (কাজী ফকির আহমেদ এর ২য় স্ত্রী জাহেদা খাতুন)। জাহেদা খাতুনের চার পুত্রের অকাল মৃত্যুর পর নজরুলের জন্ম হয় বলে তার নাম রাখা হয়- দুখু মিয়া। বাল্যকালে তাঁকে ‘ত্যারা ক্ষ্যাপা’ ও ‘নজর আলী’ নামেও ডাকা হতো। সাহিত্যে তিনি ‘নুরু’ নামও ব্যবহার করেছেন। মাত্র ৮ বছর বয়সে পিতার মৃত্যু (১৯০৭) হলে তিনি চরম দারিদ্র্যে নিপতিত হন।

- কাজী নজরুল ইসলাম ১৯২৫ সালে মহাত্মা গান্ধীর মাধ্যমে কংগ্রেসের রাজনীতিতে যোগদান করেন। কংগ্রেসের অঙ্গসংগঠন ‘মজুর স্বরাজ পার্টি'র অন্যতম প্রতিষ্ঠাতা । নজরুল ১৯২৬ সালের নভেম্বর মাসে ফরিদপুর থেকে বঙ্গীয় বিধানসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তমিজুদ্দীন খানের নিকট পরাজিত হন।

- ১৫ ডিসেম্বর, ১৯২৯ সালে কাজী নজরুল ইসলামকে কলকাতার অ্যালবার্ট হলে জাতীয় সংবর্ধনা প্রদান করা হয়। এ অনুষ্ঠানে আচার্য প্রফুল্লচন্দ্র রায় তাঁর সভাপতির ভাষণে নজরুলকে ‘প্রতিভাবান বাঙালি কবি’ বলে আখ্যায়িত করেন। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে মুক্তক ছন্দের প্রবর্তক । বাংলা ভাষায় তিনি প্রথম ইসলামি গান ও গজল রচনা করেছেন।

- ১০ অক্টোবর, ১৯৪২ সালে মাত্র তেতাল্লিশ বছর বয়সে দূরারোগ্য (পিক্স ডিজিজ) ব্যাধিতে আক্রান্ত হওয়ায় এই ঋদ্ধ ও সম্ভাবনাময় জীবন আমৃত্যু নির্বাক হয়ে যায়। কাজী নজরুল ইসলামের সমগ্র রচনাবলি বাংলা একাডেমি থেকে ‘নজরুল রচনাবলি' (২০০৫) নামে ১২ খণ্ডে প্রকাশিত ।

- ২৯ আগস্ট, ১৯৭৬ সালে ৭৭ বছর বয়সে তিনি মারা যান। 

- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট ডিগ্রি প্রদান ১৯৭৪ সালে। 

- তার প্রথম:
উপন্যাস: বাধন হারা,
কবিতা: মুক্তি,
কাব্য: অগ্নিবীণা,
ছোট গল্প: হেনা,
নাটক: ঝিলিমিলি
প্রবন্ধ গ্রন্থ: যুগবাণী(১৯২১),
প্রবন্ধ: তুর্কি মহিলার ঘোমটা খোলা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions