Solution
Correct Answer: Option D
যেসব শব্দ দ্রাবিড়, কোন অথবা এদেশের আদিম অধিবাসী অর্নাযদের ভাষা থেকে বাংলা ভাষায় স্থান লাভ করেছে সেগুলোকে খাঁটি বাংলা শব্দ বা দেশী শব্দ বলে। যেমন-ঢেঁকি, ঢোল, কাঁটা, খোঁপা, ডিঙি, কুলা, টোপর, খোকা, খুকি, বাখারি, কড়ি, ঝিঙা, কয়লা, কাকা।
সংস্কৃত শব্দগুলি পূর্বভারতে প্রথমে মাগধী প্রাকৃতের রূপ লাভ করে এবং পরে তা বাংলায় রূপান্তরিত হয়। যেমন: চাঁদ<চান্দ চন্দ<চন্দ্র, দই<দহি<দধি, বৌ<বউ<বহু<বধূ, মাছি<মাচ্ছি মচ্ছি<মচ্ছিঅ<মচ্ছিআ<মক্ষিকা ইত্যাদি। এ তদ্ভব শব্দগুলি বাংলা ভাষার মূল উপাদান। বাঙালির দৈনন্দিন জীবনে যে শব্দগুলি ব্যবহূত হয় তার অধিকাংশই তদ্ভব শব্দ। সাহিত্যের ক্ষেত্রেও খ্যাতনামা লেখকদের রচনার শতকরা ৬০ ভাগ শব্দই তদ্ভব।
মাছি শব্দটি তদ্ভব। মানে এটি খাটি বাংলা শব্দ। এটি দেশি শব্দ নয়.
মাছি শব্দের উৎপত্তি:
"মাছি" শব্দটি সংস্কৃত "মক্ষিকা" শব্দ থেকে এসেছে।
"মক্ষিকা" শব্দের অর্থ "মাছি"।
"মক্ষিকা" শব্দটি প্রাকৃত "মচ্ছি" > "মাচ্ছি" > "মাছি" রূপে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে।