"বন্ধন" শব্দের সঠিক অক্ষর বিন্যাস নিচের কোনটি?
A ব+ন+ধ+ন
B বন্+ধন্
C ব+ন্ধ+ন
D বান+ধন
Solution
Correct Answer: Option B
- এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে অক্ষর বলে।
- যেমন: বন্+ধন্ = বন্ধন।
- এখানে বন্ এবং ধন্ দুটি অক্ষর।
- পক্ষান্তরে ব্-নৃ-ধ-ন্ এগুলো অক্ষর নয়, বর্ণ বা হরফ।