"উদাত্ত পৃথিবী” কাব্য গ্রন্থের রচয়িতা কে?

A সুভাষ মুখোপাধ্যায়

B সুফিয়া কামাল

C কবি আল মাহমুদ

D সিকানদার আবু জাফর

Solution

Correct Answer: Option B

● বেগম সুফিয়া কামাল (জন্ম: ২০শে জুন, ১৯১১ - মৃত্যু: ২০শে নভেম্বর, ১৯৯৯) বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, লেখিকা, নারীবাদী ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসেবে অতি পরিচিত ব্যক্তিত্ব।

● কাব্যগ্রন্থঃ  
- সাঁঝের মায়া (১৯৩৮),  
- মায়া কাজল (১৯৫১),  
- মন ও জীবন (১৯৫৭),  
- শান্তি ও প্রার্থনা (১৯৫৮),    
- উদাত্ত পৃথিবী (১৯৬৪), 
- দিওয়ান (১৯৬৬),
- মোর জাদুদের সমাধি পরে (১৯৭২)

● গল্পঃ
- কেয়ার কাঁটা (১৯৩৭),
- ভ্রমনকাহিনী,
- সোভিয়েতে দিনগুলি (১৯৬৮),
- স্মৃতিকথা,
- একাত্তরের ডায়েরী (১৯৮৯)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions