Solution
Correct Answer: Option D
- সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটক 'বহিপীর' (১৯৬০)।
- নাটকের কেন্দ্রীয় চরিত্র বহিপীর ধর্মকে কিভাবে নিজের সুবিধার্থে কাজে লাগিয়ে শাসক ও শোষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, তা নাটকটিতে ফুটে উঠেছে।
অন্যদিকে,
- সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস 'কাঁদো নদী কাঁদো' (১৯৬৮);
- জসীমউদ্দীন রচিত কাব্য 'সোজন বাদিয়ার ঘাট' (১৯৩৪);
- কায়কোবাদ রচিত মহাকাব্য 'মহাশ্মশান' (১৯০৪)।