Solution
Correct Answer: Option C
- যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন নতুন অর্থের সৃষ্টি করে, তাদের উপসর্গ বলে।
- উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অন্য শব্দের পূর্বে বসে এদের অর্থদ্যোতকতা বা নতুন শব্দ সৃজনের ক্ষমতা থাকে।
- উপসর্গের মাধ্যমে নতুন অর্থবোধক শব্দ গঠিত হয়।
- যেমন: প্র+ছায়া = প্রচ্ছায়া।
- এখানে ‘ছায়া একটি শব্দ এবং এর সাথে ‘প্র’ উপসর্গ যুক্ত হয়ে নতুন শব্দ ‘প্রচ্ছায়া' গঠিত হয়েছে।