বাজারে কফির দাম ১০% কমে যাওয়ায় কফির ব্যবহার কত ভাগ বৃদ্ধি করলে কফি বাবদ খরচ একই থাকবে?
Solution
Correct Answer: Option A
১০% কমে যাওয়ায়, বর্ত্মান মূল্য = ১০০ - ১০ = ৯০ টাকা
এখন,
৯০ টাকায় ব্যয় বাড়াতে হবে = ১০ টাকা
১ টাকায় ব্যয় বাড়াতে হবে = ১০/৯০ টাকা
∴ ১০০ টাকায় ব্যয় বাড়াতে হবে = (১০ × ১০০)/৯০ টাকা
= ১১ (১/৯)%