একটি ট্রেনের দৈর্ঘ্য ২০০ মিটার। ট্রেনটির গতি ঘণ্টায় ১০০ কি: মি: হলে ৩০ মিনিটে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে?
A ৫০ কি: মি:
B সমাধান সম্ভব নয়
C ২০০ কি: মি:
D ১০০ কি: মি:
Solution
Correct Answer: Option A
আমরা জানি,
১ ঘণ্টা = ৬০ মিনিট
ট্রেনটি ৬০ মিনিটে যায় = ১০০ কি: মি:
ট্রেনটি ১ মিনিটে যায় = ১০০/৬০ কি: মি:
∴ ট্রেনটি ৩০ মিনিটে যায় = (১০০ × ৩০)/৬০ কি: মি:
= ৫০ কি: মি: