মানুষের দেহের রক্তরসে শতকরা কত ভাগ পানি থাকে?

A ৯০

B ৮০

C ৭৫

D ৭০

Solution

Correct Answer: Option A

- রক্তের বর্ণহীন তরল অংশকে রক্তরস বলে।
- সাধারণত রক্তের শতকরা প্রায় ৫৫ ভাগ রক্তরস।
- রক্তরসে ৯০-৯২% পানি থাকে

- এছাড়া কিছু প্রোটিন, জৈবযৌগ (৭- ৮%) ও সামান্য অজৈব লবণ (০.৯%) দ্রবীভূত অবস্থায় থাকে।
- যেমন: প্রোটিন, গ্লুকোজ, খনিজ লবণ, ভিটামিন, হরমোন, শর্করা, ইউরিক এসিড ও CO₂ প্রভৃতি।
- এছাড়া সামান্য পরিমাণে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট ও অ্যামাইনো এসিড থাকে।
- হিমোগ্লোবিন রক্তকণিকায় থাকে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions