কোন দেশে প্রথম "আরব বসন্ত" এর সূচনা হয়?

A মিশর

B লেবানন

C তিউনিসিয়া

D লিবিয়া

Solution

Correct Answer: Option C

- ২০১০ সালে থেকে আরবের বিভিন্ন দেশে গণতন্ত্রপন্থীদের যে গণজাগরণের সৃষ্টি হয়েছিল তাকে আরব বসন্ত বলে।আরব বসন্তের সূতিকাগার বা উৎপত্তিস্থল হচ্ছে তিউনিসিয়া ।
- তিউনিসিয়ায় নিজের গায়ে আগুন লাগিয়েছিলেন রাস্তার এক দোকানি মোহাম্মদ বুযাজিজি ।
- দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ওই ব্যক্তির সেই পদক্ষেপ থেকে জন্ম নিয়েছিল আরব বসন্ত আন্দোলন ।
- ২০১১ সাল নাগাত মধ্যপ্রাচ্যে সংঘাত ও দ্বন্দ্ব সর্বত্রই বিস্তার লাভ করে।
- মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ছড়িয়ে পড়া এসব আন্দোলন ও বিক্ষোভকে 'আরব বসন্ত ' বলে প্রচার করে পশ্চিমা মিডিয়াগুলো ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions