সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী ''বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালী এবং নাগরিক হিসাবে বাংলাদেশী'' ?
A ৫(১)
B ৫(২)
C ৬(২)
D ৭(১)
Solution
Correct Answer: Option C
- অনুচ্ছেদ ৫(১) প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা৷
- অনুচ্ছেদ ৫(২) রাজধানীর সীমানা আইনের দ্বারা নির্ধারিত হইবে৷
- অনুচ্ছেদ ৬(১) বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হইবে।
- অনুচ্ছেদ ৬(২) বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালী এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন।
- অনুচ্ছেদ ৭(১) প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে