যদি দুটি সংখ্যার অনুপাত ৪ঃ৩ হয়, তবে নিচের কোন সংখ্যাটি ঐ দুটি সংখ্যার যোগফল হতে পারবে না ? 

A ১১২

B  ১৭৮

C  ৩৫৭ 

D  কোনোটিই নয় 

Solution

Correct Answer: Option B

ধরি, সংখ্যা দুটি ৪x ও ৩x = ৭x  

 প্রদত্ত অপশনগুলোর মধ্যে যে সংখ্যা ৭ দ্বারা ভাগ করা যাবে না সে সংখ্যা অনুপাতের দুটি সংখ্যার যোগফল হতে পারে না ।  

a) ১১২/ ৭ = ১৬
b) ১৭৮/৭ = ২৫.৭২৮
c) ৩৫৭/৭ = ৫১

 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions