নিচের কোনটি মানবদেহে রোগ প্রতিরোধে সহায়ক হবে?
A লোহিত রক্তকণিকা
B শ্বেত রক্তকণিকা
C অনুচক্রিকা
D গ্লোবিন
Solution
Correct Answer: Option B
- মানবদেহের পরিণত শ্বেত রক্তকণিকা হিমোগ্লোবিনবিহীন অনিয়তাকার ও নিউক্লিয়াসযুক্ত কোষ।
- এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে লিস্ফোসাইট তৈরি করে রোগ প্রতিরোধে সহায়তা করে।
- এই জন্য এদেরকে দেহের আণুবীক্ষণিক সৈনিক বলে।
- অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সহায়তা করে।