Solution
Correct Answer: Option D
- সমুদ্র উপকুলে লবনাক্ত ও কর্দমাক্ত মাটিতে উদ্ভিদের প্রধান মূল হতে শাখা মূল মাটির উপরে খাড়াভাবে উঠে আসে। এই সকল মূলে ছোট ছোট ছিদ্র থাকে। এ ধরনের রূপান্তরিত মূলকে শ্বাসমূল বলে। যেমন- সুন্দরী, গরান ইত্যাদি।
- পরজীবী উদ্ভিদে ক্লোরোফিল থাকে না বলে খাদ্য এর জন্য আশ্রয়দাতা উদ্ভিদের দেহে বিশেষ ধরনের মূল প্রবেশ করিয়ে খাদ্যরস শোষণ করে থাকে, এ ধরনের মূলগুলোকে শোষক মূল বলে।
- স্বর্ণলতা উদ্ভিদে শোষক মূল লক্ষ্য করা যায়।
- পরাশ্রয়ী বায়বীয় মূল জাতীয় উদ্ভিদে মূল বাতাস থেকে জলীয় বাষ্প গ্রহণ করে। যেমন- রাস্না