Solution
Correct Answer: Option B
• যে কোষগুলো বিভাজিত হয় তা হল ভাজক কোষ, আর ভাজক কোষ দিয়ে গঠিত টিস্যুই ভাজক টিস্যু। ভাজক টিস্যুর অপর নাম মেরিস্টেম।
ভাজক টিস্যুর কাজ-
ক. উদ্ভিদের দৈর্ঘ্য ও প্রস্থের বৃদ্ধি ঘটায়।
খ. টিস্যুর উৎপত্তি ঘটায়।
গ. নতুন কোষ ও টিস্যু সৃষ্টি করে।