সমগ্র জীবজগতকে পাঁচটি রাজ্যে এ ভাগ করবার প্রস্তাব করেন কোন বিজ্ঞানী?
A Louis Pasteur
B Carl Linnaeus
C R.H. Whittaker
D Margulis
Solution
Correct Answer: Option C
- R.H. Whittaker সমগ্র জীবজগতকে ফাইভ কিংডমে ভাগ করবার প্রস্তাব করেন ১৯৬৯ সালে।
- ১৯৭৪ সালে R.H. Whittaker এর প্রদত্ত শ্রেণীবিন্যাসের পরিবর্তিত ও বিস্তারিত রূপ দেন Margulis ।
- R.H. Whittaker প্রস্তাবকৃত ফাইভ এনিমেল কিংডম রাজ্যগুলো হলঃ
• Monera
• Fungi
• Plantae
• Animalia
• Protista