যেসব পরমাণুর ভর সংখ্যা একই, কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদেরকে কী বলে?

A আইসোটোপ

B আইসোবার

C আইসোটোন

D আইসোমার

Solution

Correct Answer: Option B

- যেসব পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা(এটমিক সংখ্যা) ভিন্ন, সেসব পরমাণুকে পরস্পরের আইসোবার বলা হয়।

অন্যদিকে,
-আইসোটোপের ক্ষেত্রে এটমিক সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা ভিন্ন,
-আইসোটোনের ক্ষেত্রে এটমিক সংখ্যা ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা সমান এবং
-আইসোমারের ক্ষেত্রে নিউক্লিয়াসের পারমাণবিক সংক্যা ও ভরসংখ্যা সমান ,কিন্তু শক্তি অবস্থা ভিন্ন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions