জৈব যৌগ সমূহে কী ধরনের বন্ধন বিদ্যমান?

A সমযোজী বন্ধন

B সন্নিবেশ বন্ধন

C আয়নিক বন্ধন

D ধাতব বন্ধন

Solution

Correct Answer: Option A

- ইলেকট্রন শেয়ারের মাধ্যমে দুইটি পরমাণুর মধ্যে যে বন্ধনের সৃষ্টি হয়, তাকে সমযোজী বন্ধন বলে।
- সমযোজী বন্ধন বিশিষ্ট যৌগকে সমযোজী যৌগ বলা হয়।
- সমযোজী যৌগ নিম্ন গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট, বিদ্যুৎ কুপরিবাহী, সাধারণত পানিতে অদ্রবণীয়, কিন্তু জৈব দ্রাবকে দ্রবণীয়।
- জৈব যৌগসমূহ সাধারণত সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions