✔ ফ্লোরিজেন উদ্ভিদের ফুল উৎপন্নকারী একটি ফাইটোহরমোন। ✔ এটি পাতায় উৎপন্ন হয় এবং তা পত্রমূলে স্থানান্তরিত হয়ে পত্র মুকুলকে পুষ্পমুকুলে পরিণত করে। ✔ এ হরমোনটি ফুল, ফল, পাতা, বীজ ও মূলে দেখা যায়।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions