নিচের কোনটি পরিবেশ বান্ধব?

A পলিথিন ব্যাগ

B পাটের বস্তা

C প্লাস্টিক বস্তা

D নাইলনের দড়ি

Solution

Correct Answer: Option B

- পাট একটি প্রাকৃতিক তন্তু যা জৈব-বিপচনযোগ্য।
- পাটের বস্তা পচে গিয়ে মাটিতে সার হিসেবে কাজ করে।
- পলিথিন ব্যাগ, প্লাস্টিক বস্তা এবং নাইলনের দড়ি সিন্থেটিক উপাদান দিয়ে তৈরি।
- সিন্থেটিক উপাদান জৈব-বিপচনযোগ্য নয় এবং পরিবেশে দীর্ঘ সময় ধরে টিকে থাকে।
- পলিথিন ব্যাগ, প্লাস্টিক বস্তা এবং নাইলনের দড়ি মাটি ও জল দূষণের জন্য দায়ী।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions