মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?

A ছেঁড়াতার

B চাকা

C বাকী ইতিহাস

D কী চাহ হে শঙ্খচিল

Solution

Correct Answer: Option D

- মহান মুক্তিযুদ্ধের সময় পাক-হানাদার বাহিনী কর্তৃক নারী ধর্ষণের কলঙ্কিত ইতিহাস নিয়ে মমতাজউদদীন আহমদ রচনা করেন বিখ্যাত নাটক ‘কি চাহ শঙ্খচিল' (১৯৮৫)।
- এ নাটকের কেন্দ্রীয় চরিত্র রোশন আরার মাধ্যমে নাট্যকার মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের অপরিমেয় আর্তনাদ ও লাঞ্ছনা তুলে ধরেছেন।
- পঞ্চাশের মন্বন্তরের পটভূমিকায় গ্রাম- বাংলার দরিদ্র মানুষের অভাব-অনটন, দ্বন্দ্ব-সংঘাত ও তাদের ওপর ধর্মীয় ও সামাজিক নিপীড়নের আলেখ্য অবলম্বনে তুলসী লাহিড়ী রচনা করেন বিখ্যাত নাটক ‘ছেঁড়া তার’ (১৯৫০)।
- এরশাদের সামরিক শাসনকে ব্যঙ্গ করে নাট্যাচার্য সেলিম আল দীন রচনা করেন কথানাট্য ‘চাকা’ (১৯৯১)। এটি নিয়ে ১৯৯৩ সালে মোরশেদুল আলম সিনেমা নির্মাণ করেন।
- বাদল সরকারের আত্মহত্যাকেন্দ্রিক অ্যাবসার্ড নাটক ‘বাকী ইতিহাস’ (১৯৬৫)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions