কোনটি থেকে হেপাটাইটিস-বি ভাইরাসের টিকা তৈরি হয়?
A ব্যাকটেরিয়া
B ঈস্ট
C ভাইরাস
D প্রটোজোয়া
Solution
Correct Answer: Option B
• হেপাটাইটিস-বি ভাইরাসের টিকা তৈরি করা হয় ঈস্টের সাহায্যে।
• ঈস্টের কোষে হেপাটাইটিস-বি ভাইরাসের S (surface) অ্যান্টিজেন তৈরি করা হয়।
• এই অ্যান্টিজেনগুলো সংগ্রহ করে টিকা তৈরি করা হয়।