একটি বিশ্রাম রুমে ৪ জন মহিলা এবং ৪ জন পুরুষ আছেন। দৈবভাবে ২ জন প্রার্থী নির্বাচন করলে ২ জনই মহিলা হবার সম্ভাবনা কত?
Solution
Correct Answer: Option A
৪ জন মহিলা থেকে ২ জন নির্বাচন করার উপায় = 4C2 = 4!/(2! × 2!) = 6
৮ জন লোক থেকে ২ জন নির্বাচন করার উপায় = 8C2 = 8!/(2! × 6!) = 28
∴ সম্ভাবনা = 6/28 = 3/14