Solution
Correct Answer: Option D
- গোবিন্দ চন্দ্র দাস মূলত স্বভাবকবি।
- তাঁর বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থ হলোঃ মগের মুলুক(ব্যঙ্গকাব্য), প্রসুন, প্রেম ও ফুল, চন্দন, কুঙ্কুম, বৈজন্তী, ফুল রেণু ইত্যাদি। তার বিখ্যাত কবিতা-‘দিন ফুরায়ে যায়রে আমার/দিন ফুরায়ে যায়/মাঝের রবি ডুবছে সাঁঝে-দিনটা গেল বৃথা কাজে/একপা কেবল পারে আছে, এক পা দিছি নায় ।’