স্রোতের অনুকূলে একটি নৌকা ১১ ঘণ্টায় ৯৯ কি.মি. পথ অতিক্রম করে । স্রোতের বেগ ঘণ্টায় ৩ কি.মি. হলে, স্থির পানিতে নৌকার বেগ কত?

A ৪ কি.মি./ঘণ্টা  

B ৬ কি.মি./ঘণ্টা  

C ৭ কি.মি./ঘণ্টা  

D ১২ কি.মি./ঘণ্টা 

Solution

Correct Answer: Option B

আমরা জানি,
স্থির পানিতে নৌকার বেগ = স্রোতের অনুকূলে নৌকার বেগ - স্রোতের বেগ
⇒ স্থির পানিতে নৌকার বেগ = (৯৯/১১) - ৩
∴ স্থির পানিতে নৌকার বেগ = ৬ কি.মি./ঘণ্টা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions