একটি নৌকা A থেকে B তে যেতে এবং পুনরায় A তে ফিরে আসতে ৯ ঘণ্টা সময় লাগে। স্থির পানিতে নৌকাটির বেগ ৮ কিমি/ঘণ্টা এবং স্রোতের বেগ ৪ কিমি/ঘণ্টা। A এবং B এর মধ্যবর্তী দূরত্ব কত?

A ১৮ কি.মি.

B ২৭ কি.মি.

C ৩৬ কি.মি.

D ৪৫ কি.মি.

Solution

Correct Answer: Option B

ধরি, A এবং B এর মধ্যবর্তী দূরত্ব = ক কি.মি.
প্রশ্নমতে,
(ক/১২) + (ক/৪) = ৯
⇒ (ক + ৩ক)/১২ = ৯
⇒ ৪ক = ৯ × ১২
∴ ক = ২৭ কি.মি.

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions