বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ৩০০০ টাকার ২ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে?

A ২০ টাকা

B ৩০ টাকা  

C ৪৫ টাকা

D ৫০ টাকা

Solution

Correct Answer: Option B

I = Pnr/১০০
I = (৩০০০ × ২ × ১০)/১০০
∴ I = ৬০০

∴ সরল মুনাফা = ৬০০ টাকা

চক্রবৃদ্ধি মুনাফা
C = P{১ + {১ + (r/১০০)}n
= ৩০০০{১ + (১০/১০০)}
= ৩০০০(১১/১০)
= ৩৬৩০

∴ চক্রবৃদ্ধি মুনাফা = ৩৬৩০ - ৩০০০ = ৬৩০ টাকা

∴ চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য = (৬৩০ - ৬০০) টাকা = ৩০ টাকা


Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions