কোনো আসল ৩ বছরে মুনাফা আসলে ১৬৭৮ টাকা এবং ৫ বছরে মুনাফা-আসলে ১৯৩০ টাকা হয়। আসল কত টাকা?

A ১২০০ টাকা

B ১২৫০ টাকা

C ১৩০০ টাকা

D ১৩৫০ টাকা

Solution

Correct Answer: Option C

আসল + ৫ বছরের মুনাফা = ১৯৩০ টাকা
আসল + ৩ বছরের মুনাফা = ১৬৭৮ টাকা

২ বছরের মুনাফা = (১৯৩০ - ১৬৭৮) টাকা = ২৫২ টাকা
১ বছরের মুনাফা = ২৫২/২ টাকা
৫  বছরের মুনাফা = (২৫২ × ৫)/২ টাকা
                           = ৬৩০ টাকা

আসল = (১৯৩০ - ৬৩০) টাকা
= ১৩০০ টাকা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions