নিচের কোন শাখায় প্রাণীর আচরণ সম্পর্কিত আলোচনা করা হয়?

A ইথোলজি 

B অ্যাস্ট্রোলজি

C প্যাথোলজি 

D সাইটোলজি 

Solution

Correct Answer: Option A

- জীববিজ্ঞানের যে শাখায় প্রাণীর আচরণ সম্পর্কে বৈজ্ঞানিক ও বস্তুনিষ্ঠ আলোচনা করা হয় তাকে আচরণবিদ্যা (Ethology) বলা হয়।
- আচরণ প্রাণীদের একটি মৌলিক বৈশিষ্ট্য।
- Ethology শব্দটি দুটি গ্রিক শব্দ তথা ‘ethos’ (স্বভাব) ও ‘logos' (জ্ঞান) এর সমন্বয়ে গঠিত প্রাণিবিজ্ঞানের একটি বিশেষ শাখা।
- ইথোলজিতে আচরণ শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়ে থাকে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions