'আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস' গ্রন্থি ক্ষরিত হরমোন কোনটি?
Solution
Correct Answer: Option B
- অগ্ন্যাশয়ের যে কোষগুলো গুচ্ছাকারে বিক্ষিপ্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপেরে ন্যায় একেকটি অন্তঃক্ষরা গ্রন্থি সৃষ্টি করে সেগুলোকে বলে আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস।
- α, β, γ নামক তিন ধরনের কোষ নিয়ে এটি গঠিত।
- ইনসুলিন, গ্লুকাগন এবং সোমাটোস্ট্যাটিন হলো 'আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস' ক্ষরিত হরমোন।