ক্রোমোসোমে শতকরা কত ভাগ প্রোটিন থাকে?
A ৪৫ ভাগ
B ৪৮ ভাগ
C ৫৫ ভাগ
D ৫৭ ভাগ
Solution
Correct Answer: Option C
- ক্রোমোসোমের মূল কাঠামো গঠনকারী রাসয়নিক উপাদান হলো প্রোটিন।
- ক্রোমোজমে প্রোটিনের পরিমাণ শতকরা ৫৫ ভাগ।
- ক্রোমোজমে দুই ধরনের প্রোটিন পাওয়া যায়। যথা- হিস্টোন এবং নন-হিস্টোন।