পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৭০ বছর। সাত বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৬ঃ১। ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?

A ৩ঃ১

B ৪ঃ১

C ৫ঃ২

D ৭ঃ২

Solution

Correct Answer: Option A

 ধরি, ৭ বছর পূর্বে পিতার বয়স ছিল ৬x বছর 

  ৭  "       "     "       "     "    x   " 

(৬x + ৭) + (x + ৭) = ৭০ 

=> ৭x = ৭০ - ১৪ 

=>  x = ৫৬/৭ 

x = ৮ 

৫ বছর পর বয়সের অনুপাত হবে 

     = (৬x + ৭ + ৫) ঃ (x + ৭ + ৫) 

     = (৬ * ৮ + ১২) ঃ (৮ + ৭ + ৫) 

     = ৬০ ঃ ২০  = ৩ ঃ ১ 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions