যদি (ক + ক) = (খ + খ + খ) এবং (ক + খ) = ৫ হয়, তাহলে (ক + খ) - এর মান কত?

A ১৩

B ১২

C ১৪

D ১৫

Solution

Correct Answer: Option A

(ক + ক) = (খ + খ + খ)
⇒ ২ক = ৩খ
⇒ ২( ৫ - খ) = ৩খ
⌊∴ ক + খ = ৫⌋ ⌊∴ ক = ৫ - খ⌋
⇒ ১০ - ২খ = ৩খ
⇒ ৫খ = ১০
⇒  খ = ২
∴ ক = ৫ - ২ = ৩
∴ ক + খ২ = ৩ + ২
               = ৯ + ৪ = ১৩

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions